সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৪০

পুলিশের চলমান বিশেষ অভিযানে রাজধানী ঢাকাসহ সারাদেশে গত ২৪ ঘণ্টায় মোট ১ হাজার ৫৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এর মধ্যে বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ৯৬৯ জন এবং অন্যান্য অপরাধে জড়িত ৫৭১ জন রয়েছে।

আজ বুধবার পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশ একযোগে অভিযান পরিচালনা করে ১ হাজার ৫৪০ জনকে গ্রেফতার করেছে। এ সময় একটি পাইপগান, একটি বার্মিজ চাকু, দুইটি ছোড়া, একটি চাইনিজ কুড়াল, একটি দা এবং দুইটি তলোয়ার জব্দ করা হয়েছে।

You might also like

Comments are closed.