কুষ্টিয়ায় সাপের ছোবলে দুই কৃষকের মৃত্যু
কুষ্টিয়ায় সাপের ছোবলে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) ভোররাতে ও সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
স্বজনরা জানায়, কালু হালসানা আজ ভোররাত ৫টার দিকে বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়ানোর সময় গোখরা সাপ কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অন্যদিকে বেলা ১১টার দিকে নিজ কলা বাগানে পরিচর্যার কাজ করছিলেন কামরুজ্জামান। এসময় একটি সাপ ছোবল দিলে সাপটি মেরে বস্তায় বন্দি করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নেন তিনি। এসময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম সাপের কামড়ে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান এই চিকিৎসকের।

Comments are closed.