কুষ্টিয়ায় সাপের ছোবলে দুই কৃষকের মৃত্যু

কুষ্টিয়ায় সাপের ছোবলে দুই কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৮ মে) ভোররাতে ও সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন, কালু হালসানা (৩৫) তিনি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোবর গাড়া এলাকার মৃত. নাহারুল ইসলামের ছেলে ও কামরুজ্জামান (৫০) তিনি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের চরজগন্নাথপুর এলাকার মৃত করিম প্রামাণিকের ছেলে।

 

 

স্বজনরা জানায়, কালু হালসানা আজ ভোররাত ৫টার দিকে বাড়ির পাশে একটি আম বাগানে আম কুড়ানোর সময় গোখরা সাপ কামড় দেয়। পরে তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে বেলা ১১টার দিকে নিজ কলা বাগানে পরিচর্যার কাজ করছিলেন কামরুজ্জামান। এসময় একটি সাপ ছোবল দিলে সাপটি মেরে বস্তায় বন্দি করে হাসপাতালে নিয়ে এসে চিকিৎসা নেন তিনি। এসময় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. হোসেন ইমাম সাপের কামড়ে দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তাই সবাইকে সচেতন হওয়ার আহ্বান এই চিকিৎসকের।

You might also like

Comments are closed.