ইশরাককে মেয়র পদে বসানোর দাবিতে এবার নগর ভবনের ভেতরে বিক্ষোভ
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে বসানোর দাবিতে নগর ভবনের ভেতরে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন ডিএসসিসির কর্মচারী ইউনিয়নের নেতাকর্মীরা।
বুধবার (২৭ মে) বেলা ১১টার দিকে নগর ভবনের ভেতরের সিঁড়িতে বসে বিক্ষোভ করছেন তারা।
‘দাবি মোদের একটাই’ মেয়র ছাড়া অফিস নাই’, ‘নগরপিতা ইশরাক ভাই, আমরা তোমায় ভুলি নাই’, ‘ক্ষমতা না জনতা, জনতা জনতা’, ‘ইশরাক না আসিফ ইশরাক ইসরাক’, ‘শপখ শপথ শপথ চাই, ইশরাক ভাইয়ের শপথ চাই’সহ নানা স্লোগান দিচ্ছেন তারা।
তাদের অবস্থানের কারণে নগর ভবনের কর্মকর্তা-কর্মচারীরা প্রধান ফটকের ভেতরে প্রবেশ করতে পারলেও মূল ভবনে ঢুকতে পারছেন না।
শপথ না হওয়ার জন্য স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদকে দায়ী করেন বিক্ষোভে অংশ নেওয়া জাফর আহমেদ নামে এক ব্যক্তি।
তিনি বলেন, “আদালত থেকে দুই দফা রায় আসার পরও স্থানীয় সরকার বিভাগের উপদেষ্টা আসিফ মাহমুদের ইচ্ছাকৃত দেরি ও প্রশাসনিক টালবাহানার কারণেই দায়িত্ব হস্তান্তর আটকে আছে। আমরা মেয়র বসা না পর্যন্ত আন্দোলন চালিয়ে যাব।”
দক্ষিণ সিটি করপোরেশনে ট্রেড লাইসেন্স করাতে এসেছে রাজিব হোসেন। কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ নিয়ে চারদিন এখানে এসেছি। প্রত্যেকটা দিনই ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে।
“আর কয় দিন এমন থাকবে। তারা আন্দোলন করছে করুক আমাদের মত সাধারণ নাগরিকদের সেবা তো খোলা রাখবে।”

Comments are closed.