ঈদুল আজহা কবে জানা যাবে সন্ধ্যায়

পবিত্র ঈদুল আজহা বা কোরবানির ঈদ কবে তা জানা যাবে বুধবার (২৮ মে) সন্ধ্যায়। দেশের আকাশে ১৪৪৬ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখা গেলে ঈদের তারিখ নির্ধারণ করা হবে।

এই উদ্দেশ্যে আজ সন্ধ্যা সাড়ে ৬টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইসলামিক ফাউন্ডেশন কার্যালয়ে জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে জানানো হবে চাঁদ দেখা গেছে কি না এবং কোরবানির ঈদ কবে অনুষ্ঠিত হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বৈঠকে সভাপতিত্ব করবেন। চাঁদ দেখা কমিটির সদস্যদের সঙ্গে আলোচনা করেই সিদ্ধান্ত নেওয়া হবে।

চাঁদ দেখা গেলে তাৎক্ষণিকভাবে ইসলামিক ফাউন্ডেশন সংবাদ বিজ্ঞপ্তি ও গণমাধ্যমের মাধ্যমে ঈদের তারিখ জানিয়ে দেওয়া হবে। দেশের যেকোনো স্থান থেকে কেউ চাঁদ দেখতে পেলে ইসলামিক ফাউন্ডেশনের নির্ধারিত ফোন বা ফ্যাক্স নম্বরে জানাতে অনুরোধ জানানো হয়েছে।

চাঁদ দেখা সংক্রান্ত তথ্য দেওয়ার জন্য নিচের নম্বরগুলোতে যোগাযোগ করতে বলা হয়েছে— ০২-২২৩৩৮১৭২৫, ০২-৪১০৫০৯১২, ০২-৪১০৫০৯১৬ ও ০২-৪১০৫০৯১৭

ফ্যাক্স: ০২-২২৩৩৮৩৩৯৭, ০২-৯৫৫৫৯৫১

চাঁদ দেখা গেলে পরদিন থেকেই জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী ঈদুল আজহা অনুষ্ঠিত হবে জিলহজ মাসের ১০ তারিখে।

You might also like

Comments are closed.