গভীর রাতে তিন সীমান্তে ৬৮ জনকে পুশইন
সিলেটের জৈন্তাপুরে তিনটি সীমান্ত পয়েন্ট দিয়ে ভারত থেকে ৬৮ জনকে পুশইনের (ঠেলে দেওয়া) ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ মে) গভীর রাতে তাদেরকে পুশইন করার সময় আটক করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
অল্প কিছুক্ষণ পরেই একই উপজেলার মিনাটিলা সীমান্ত দিয়ে আরও ২০ জন নারী, পুরুষ ও শিশুকে বাংলাদেশে পুশইন করা হয়। মিনাটিলা বিওপির বিজিবি সদস্যরা তাদের আটক করেন। এ ছাড়া একই উপজেলার নোয়াকোট সীমান্ত দিয়েও আরও ১৬ জনকে পুশইন করা হয়েছে।
বিজিবি জানিয়েছে, আটককৃতদের পরিচয় যাচাই-বাছাই চলছে। যাচাই শেষে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

Comments are closed.