‘ক্লান্ত আমি’ লিখে মেডিকেল ছাত্রের আত্মহত্যা

শরীরে ‘ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করা’ বরিশালের শের-ই-বাংলা মেডিকেল (শেবাচিম) কলেজের এক শিক্ষার্থী মারা গেছেন। শনিবার (২৪ মে) বিকালে ঢাকার একটি হাসপাতালে তার মৃত্যু হয়।

৫০ ব্যাচের ওই শিক্ষার্থীর নাম সজীব বাড়ৈ। তিনি বরিশালের আগৈলঝাড়া উপজেলার বাকাল গ্রামের সুধীর রঞ্জন বাড়ৈর ছেলে।

পড়ালেখায় পিছিয়ে পড়াসহ নানা কারণে তিনি ‘মানসিকভাবে ভেঙে পড়েছিলেন’ বলে জানিয়েছেন কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীরা।

শেবাচিম কলেজের অধ্যক্ষ ফয়জুল বাশার বলেন, ‘মানসিকভাবে বিধ্বস্ত হয়ে কিছুদিন পূর্বে সজীব শরীরে ইনজেকশন পুশ করে আত্মহত্যার চেষ্টা করে। তাকে হাসপাতালের আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হয়। অবস্থান উন্নতি না হওয়ায় ঢাকা পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকালে তার মৃত্যু হয়েছে।’

শের-ই-বাংলা মেডিকেলের ৫৩ ব্যাচের শিক্ষার্থী মো. আজিম বলেন, সজীবের ব্যাচের শিক্ষার্থীরা বর্তমানে ইন্টার্নশিপ করছেন। কিন্তু তিনি এখনও তৃতীয় বর্ষে। ‘অ্যাকাডেমিক চাপ সইতে না পেরে’ ও পিছিয়ে পড়ায় মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন। বৃহস্পতিবার রাতে আত্মহত্যার চেষ্টা করলে তাকে উদ্ধার করে প্রথমে বরিশালে ও পরে ঢাকায় পাঠানো হয়।

সজীবের একটি ‘নোট’ পাওয়ার কথা জানিয়ে তিনি বলেন, তার সঙ্গে একটি চিরকুট পাওয়া যায়। তাতে লেখা- ‘নিজের সাথে যুদ্ধ করে করে ক্লান্ত আমি। একটু বিশ্রাম চাই। ক্ষমা করে দিও। এত ভালোবাসার প্রতিদান দিতে পারলাম না’।

You might also like

Comments are closed.