বৃষ্টি-অন্দোলনে রাজধানীতে তীব্র যানজট
বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনে ও মৎস্য ভবন মোড়ে সকাল ৯টা থেকে অবস্থান নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। যদিও বিকেলে আন্দোলন আপাতত স্থগিত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।
অন্যদিকে শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে শাহবাগ মোড় ও ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে ছাত্রদল।
সরেজমিনে দেখা গেছে, সকালে দুই দফা বৃষ্টিতে রাজধানীর অনেক জায়গায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। এতে প্রবল যানজটের কবলে পড়ে নাকাল হচ্ছেন রাজধানীবাসী।
এদিকে যাত্রাবাড়ী থেকে মানিকনগর, খিলগাঁও, মৌচাক, মালিবাগ, রামপুরা, বনশ্রী, বাড্ডা, বিশ্বরোড সড়কে দুপুর থেকে গাড়ির চাপ রয়েছে। যানজটের খবর পাওয়া গেছে মিরপুর সড়কেও।
মতিঝিলে বিকল্প পরিবহনের চালক মুরাদ হোসেন বলেন, ‘ গতকাল মৎসভবন সড়কে প্রচুর জ্যাম ছিলো। আজও ওই সড়কে জ্যাম লেগে আছে। একে তো বৃষ্টিতে যাত্রী কম তার মধ্যে জ্যাম।’
এদিকে বৃহস্পতিবার সপ্তাহের শেষ কর্মদিবসের সকালের দিকে ঝুম বৃষ্টি শুরু হয়। বৃষ্টির কারণে পথচারীরা পড়েন বিপদে।
রাস্তায় অনেককেই বৃষ্টি কমার জন্য অপেক্ষা করতে দেখা গেছে। আবার রিকশায় যুবুথুবু হয়ে ভিজেই কেউ কেউ যাত্রা শুরু করেছেন।

Comments are closed.