ঢাকা ছেড়েছেন ১ কোটি মোবাইল গ্রাহক

করোনাভাইরাস রোধে সরকার সাধারণ ছুটি ঘোষণার পর ঢাকা ছেড়েছেন মোবাইল ফোনের প্রায় এক কোটি গ্রাহক।

মোবাইল ফোন অপারেটরদের তথ্যের ভিত্তিতে ন্যাশনাল টেলিকম মনিটরিং সেন্টারের (এনটিএমসি) পরিচালক বিগ্রেডিয়ার জেনালের জিয়াউল আহসান এ তথ্য জানিয়েছেন। খবর ইউএনবির।

বিগ্রেডিয়ার জেনালের জিয়াউল আহসান বলেন, ‘এক কোটি গ্রাহকের মধ্যে বাংলালিংকের ১৬ লাখ, গ্রামীণফোনের ৪৬ লাখ, রবির ৩৫ লাখ ও টেলিটকের ২ লাখ ৫০ হাজার গ্রাহক রয়েছে।’

তিনি বলেন, ‘এত বিপুল সংখ্যক মানুষের মাঝে যদি কেউ করোনাভাইরাসে আক্রান্ত থাকে তবে তা ভয়াবহ আকার ধারণ করতে পারে।’

You might also like

Comments are closed.