অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া আর নেই
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আইনজীবী এবং বিএনপির আইনবিষয়ক সম্পাদক সানাউল্লাহ মিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর ধানমন্ডির গণস্বাস্থ্য হাসপাতালে তিনি মারা যান। সানাউল্লাহ মিয়ার সহকারী আইনজীবী শাকিল আহমেদ রিপন মাল্টিনিউজটোয়েন্টিফোরকে বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, সানাউল্লাহ মিয়া দীর্ঘদিন ধরে কিডনিজনিত সমস্যায় ভুগছিলেন। এছাড়া গত বছরের ৩ জানুয়ারি তিনি মস্তিষ্কের রক্তক্ষরণজনিত সমস্যায় (স্ট্রোক) আক্রান্ত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যাওয়া হয়। সেই থেকে তার মুখের বাঁ পাশ বেঁকে যায়।
সানাউল্লাহ মিয়ার বড় ছেলে শফিকুল ইসলাম বলেন, বৃহস্পতিবার রাত থেকে বাবার শরীর প্রচণ্ড খারাপ হলে তাকে গণস্বাস্থ্য হাসপাতালে এনে ভর্তি করানো হয়। তিনি হাসপাতালের সিসিইউতে ছিলেন। পরে প্রচণ্ড খিঁচুনি ওঠায় তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়েছিল। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে তিনি মারা যান।

Comments are closed.