শনিবার খোলা থাকবে ব্যাংক, বিমা ও পুঁজিবাজার

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল শনিবার (১৭ মে) সাপ্তাহিক ছুটি থাকা সত্ত্বেও খোলা থাকবে দেশের সব ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি ও পুঁজিবাজার। ঈদুল আজহার দীর্ঘ ছুটির পূর্ব প্রস্তুতির অংশ হিসেবে অন্তর্বর্তী সরকার এ সিদ্ধান্ত নেন।

সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদ উপলক্ষে ৫ জুন থেকে ১৪ জুন পর্যন্ত টানা ১০ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। দীর্ঘ এ ছুটির সমন্বয়ে সরকারি অফিসগুলো ১৭ ও ২৪ মে, দুইটি শনিবার খোলা থাকবে।

বাংলাদেশ ব্যাংক ইতোমধ্যে সব তফশিলি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে নির্ধারিত শনিবারগুলোতে খোলা রাখার নির্দেশ দিয়েছে। এর ফলে ব্যাংকের প্রধান কার্যালয় ও শাখাগুলোতে চলবে স্বাভাবিক কার্যক্রম। গ্রাহকরা জমা, উত্তোলন, চেক নিষ্পত্তি, অনলাইন লেনদেনসহ সব ধরনের ব্যাংকিং সেবা নিতে পারবেন।

এদিকে পুঁজিবাজারেও এদিন লেনদেন চলবে নির্ধারিত সময় অনুযায়ী। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা গেছে, সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত শেয়ারবাজারে লেনদেন চালু থাকবে।

You might also like

Comments are closed.