ব্রহ্মপুত্রে নিখোঁজ দুই সহোদরের মরদেহ উদ্ধার
কুড়িগ্রামে ব্রহ্মপুত্র নদে গোসলে নেমে নিখোঁজের একদিন পর ইব্রাহিম (১২) ও ইমরান হোসেন (৮) নামে দুই ভাইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।
সোমবার (১২ মে) সকাল ৬টার দিকে উলিপুর উপজেলার হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা।
বিষয়টি নিশ্চিত করে উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, শনিবার (১০ মে) দুপুর ৩টার দিকে জলাঙ্গারকুঠি গ্রামে ব্রহ্মপুত্র নদে গোসল করতে নেমে ডুবে যায় তারা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের সহায়তায় অনেক খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাওয়া যায়নি। পরে সোমবার সকালে ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার ভাটিতে হাতিয়া ইউনিয়নের পালের ঘাট এলাকায় দুই ভাইয়ের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন স্থানীয়রা।
দুই মরদেহ সুরতহাল শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

Comments are closed.