পারিবারিক আবহে উৎফুল্লে সময় কাটাচ্ছেন খালেদা জিয়া
দীর্ঘ চার মাস চিকিৎসা শেষে স্বস্তি নিয়ে দেশে ফেরার পরে পারিবারিক আবহে বেশ উৎফুল্লে সময় কাটাচ্ছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেশ কিছু দিন পরে এক পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে গুলশানে ছোট ভাই শামীম ইস্কান্দারের বাসায় গিয়েছেন তিনি। সেখানে পরিবারের অনেকের সঙ্গে হাসিখুশি সময় কাটিয়েছেন। সেই আনন্দময় মুহূর্তের কিছু ছবিও প্রকাশ হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।
ছবিতে দেখা গেছে বেগম খালেদা জিয়ার পড়নে গাঢ় নীল সঙ্গে লাল আর হালকা কমলা রঙের মিশেলে সিল্ক শাড়ি। গলায় মুক্তার মালা। ভাই শামীম ইস্কান্দার বাসায় ড্রয়িং রুমে সোফায় হাসোজ্জ্বল ভঙ্গিতে তিনি বসে আছেন। তার চারপাশে ঘিরে আছেন পরিবারের অন্য সদস্যরা।
শনিবার (১০ মে) রাত ৯টা ১৩ মিনিটে গুলশানের ফিরোজা বাসভবন থেকে ভাইয়ের বাসার উদ্দেশ্যে একটি গাড়িতে রওনা হন বিএনপি চেয়ারপার্সন। এ সময় গাড়ির দুই পাশে নেতাকর্মীরা তার নামে বিভিন্ন স্লোগান দেন। এ সময় তার সঙ্গে ছিলেন দুই পুত্রবধূ— ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান। বেগম জিয়াকে স্বাগত জানান তার ভাই শামীম ইস্কান্দার, ভাবি কানিজ ফাতেমা এবং প্রয়াত ভাই সৈয়দ ইস্কান্দারের স্ত্রী নাসরিন আহমেদসহ অন্যান্য স্বজনরা।
দীর্ঘদিন পর বেগম জিয়া পারিবারিক কোনো অনুষ্ঠানে অংশ নিলেন। তিনি ক্যান্টনমেন্টের বাসা থেকে উচ্ছেদের পর শামীম ইস্কান্দারের বাসায় উঠেছিলেন। বহু বছর পর আবার সেখানে গেলেন।
গত ৬ মে লন্ডন থেকে দেশে ফেরার পর মেডিকেল বোর্ডের পরামর্শ মতো পূর্ণ বিশ্রামে আছেন বিএনপি চেয়ারপার্সন। চিকিৎসকরা নিয়মিত তার স্বাস্থ্যের ফলোআপ করছেন।
চিকিৎসকরা রোস্টার করে বাসায় গিয়ে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা করে আসছেন। দ্য লন্ডন ক্লিনিকের চিকিৎসকদের পারমর্শ অনুয়ায়ী তার চিকিৎসা চলছে। বিএনপির চেয়ারপার্সন মেডিকেল বোর্ডের সার্বক্ষণিক পর্যবেক্ষণে আছেন।
বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের পুরো বিষয় সমন্বয় করছেন তার ব্যাক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি আগের চেয়ে এখন অনেকটাই সুস্থ আছেন বলে জানান তার ব্যক্তিগত চিকিৎসক।

Comments are closed.