দ্রুত আ.লীগের নিবন্ধন বাতিল চান নাহিদ

দ্রুত আওয়ামী লীগের নিবন্ধন বাতিলে নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

রবিবার (১১ মে) সকালে এনসিপির ভেরিফায়েড সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম জানান, বিপ্লবী ছাত্র-জনতাকে অভিনন্দন। সরকারকেও সাধুবাদ। দ্রুত সময়ের মধ্যে সকল সিদ্ধান্তের বাস্তবায়ন চাই। তবে জুলাই ঘোষণাপত্র ও বিচার প্রশ্নে আমাদের সংগ্রাম জারি রাখতে হবে।

তিনি বলেন, নির্বাচন কমিশনকে নিষিদ্ধ ঘোষিত ফ্যাসিস্ট আওয়ামী লীগের নিবন্ধন দ্রুত সময়ের মধ্যে বাতিল করতে হবে। আর সারা দেশের ফ্যাসিস্ট গণহত্যাকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে হবে বলে দাবি নাহিদ ইসলামের।

You might also like

Comments are closed.