তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী ও চুয়াডাঙ্গা

তীব্র তাপপ্রবাহে পুড়ছে রাজশাহী ও চুয়াডাঙ্গা জেলা। অতিষ্ঠ হয়ে পড়েছেন সাধারণ মানুষ। রোদের তেজ আর গরমে স্বাভাবিক জীবন যাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ক্রমান্বয়ে বাড়তে থাকা এই তীব্র তাপপ্রবাহে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন নিম্ন আয়ের খেটে খাওয়া মানুষ।

সূর্যের তাপে যেন আগুনের ফুলকি ঝরছে। মনে হবে মরুভূমির মত তাপমাত্রা। দুপুর ১২ টায় রাস্তাঘাটে লোকজনের চলাচল সীমিত হয়ে পড়ছে। দিনের পাশাপাশি রাতের তাপমাত্রাও বাড়ছে।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ জামিনুর রহমান জানান, আগামী কয়েকদিন এ জেলার তাপমাত্রা আরও বাড়তে পারে। ১৪ মে’র পর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তারপর তাপমাত্রা কমতে পারে।

চুয়াডাঙ্গা সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিন আহমেদ গণমাধ্যমে বলেন, ‘তাপদাহে প্রয়োজনে বাইরে বের হলে ছাতা ব্যবহার করতে হবে। এক ঘণ্টা পরপর বিশুদ্ধ পানি পান করতে হবে। গরমে হিটস্ট্রোকের ঝুঁকি রয়েছে। অসুস্থ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে।’

-রাজশাহী ও চুয়াডাঙ্গা প্রতিনিধি

You might also like

Comments are closed.