বাংলাদেশ থামল ২২৭ রানে

সিরিজ জয়ের পর আজ নতুন লক্ষ্য বাংলাদেশ ‘এ’ দলের। হোয়াইটওয়াশের মিশন। সেই লড়াইয়ে শনিবার (১০ মে) মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে শেষ ওয়ানডেতে কিউইদের মুখোমুখি দল। সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিংয়ে নেমে বাংলাদেশ ‘এ’ দলের শুরুটা মোটেও ভালো হয়নি। ২২৭ রানে গুটিয়ে গেছে নুরুল হাসান সোহানের নেতৃত্বাধীন দলটি।

শুরুতে ওপেনার এনামুল হক বিজয় ও নাইম শেখ দ্রুতই ফিরেছেন সাজঘরে। এরপর আফিফ, সোহান ও মোসাদ্দেকের ব্যর্থতায় চাপে পড়ে যায় দল। তবে মিডল অর্ডারে ইয়াসির আলী রাব্বির ৬৩ রানের ইনিংস এবং লোয়ার অর্ডারে নাসুম আহমেদের অনবদ্য ৬৭ রানের লড়াকু ব্যাটিংয়ে কিছুটা লড়াইয়ের পুঁজি পেয়েছে স্বাগতিকরা।

নাসুমের ইনিংসটি ছিল অতুলনীয়। প্রথমবারের মত লিস্ট ‘এ’ ক্রিকেটে হাফসেঞ্চুরি তুলে নেন তিনি, যা তার ক্যারিয়ারসেরা ইনিংসও। শেষ উইকেটে ইবাদত হোসেনের সঙ্গে ৪৬ রানের কার্যকরী জুটিতে স্কোর ২০০ পার করে বাংলাদেশ।

নিউজিল্যান্ডের হয়ে আদিত্য আশোক ৪৪ রানে ৩টি উইকেট শিকার করে বোলিং আক্রমণের নেতৃত্ব দেন। ফক্সক্রফট ও লেনক্সও তুলে নিয়েছেন ২টি করে উইকেট।

You might also like

Comments are closed.