বিশেষ অভিযানে দেশজুড়ে গ্রেপ্তার ১৬৭৩

দেশজুড়ে বিশেষ অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৬৭৩ জন অপরাধীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এক হাজার ১৭৫ জন। অন্যান্য ঘটনায় গ্রেপ্তার হয়েছেন ৪৯৪ জন।

শুক্রবার (৯ মে) পুলিশ সদরদফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১১৭৫ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য ঘটনায় ৪৯৪ জন। মোট গ্রেপ্তার করা হয়েছে ১৬৭৩ জনকে। এছাড়া অভিযানে ককটেলসদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে।’

বিশেষ অভিযান চলমান থাকবে বলেও জানিয়েছেন পুলিশ সদরদফতরের এ কর্মকর্তা।

You might also like

Comments are closed.