আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে সমাবেশ শুরু
আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীতে সমাবেশ করেছে ছাত্র-জনতা।
শুক্রবার (৯ মে) বিকাল পৌনে তিনটায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলসংলগ্ন সড়কে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। কোরআন তেলাওয়াত করেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা আশরাফ মাহাদী।
সমাবেশে এনসিপি ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও ইসলামি সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সাধারণ ছাত্র ও নাগরিকদেরও প্ল্যাকার্ড-ফেস্টুন হাতে যোগ দিতে দেখা যায়। কেউ কেউ মিছিল নিয়ে সমাবেশস্থলে পৌঁছান।

Comments are closed.