গোপালগঞ্জে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ৩
গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় পিকআপ ভ্যানের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৮ মে) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দাসেরহাট নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছে।
ফরিদপুরের ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: রকিবুজ্জামান বলেন, বৃহস্পতিবার বিকেলে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় দুইজন। পরে আহতদের উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত ঘোষণা করেন।
অপর একজন মারাত্মক আহত হওয়ায় তার উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতরা দুইজনের পরিচয় পাওয়া গেছে তারা হলেন ঢাকার দোহারের তানভির ও নাজমুল। বাকিদের পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়াহিদুজ্জামান খান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে মৃত অবস্থায় পাই। পিকআপ ভ্যানে থাকা অপর দুইজনকে আহত অবস্থায় মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি।
-গোপালগঞ্জ প্রতিনিধি

Comments are closed.