পাকিস্তানে মার্কিন নাগরিকদের নিরাপদে থাকার নির্দেশ

ভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে পাকিস্তানে থাকা মার্কিন নাগরিকদের নিরাপদে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) পাকিস্তানে অবস্থিত মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তান ও ভারতের মধ্যেকার পরিস্থিতি ক্রমাগত বেড়েই চলছে এবং আমরা ঘটনাবলী নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। ইসলামাবাদে মার্কিন দূতাবাস এবং করাচি, লাহোর ও পেশোয়ারে কনস্যুলেট জেনারেল নিয়মিত কার্যক্রমের জন্য উন্মুক্ত রয়েছে।

সন্ত্রাসবাদ এবং সশস্ত্র সংঘাতের সম্ভাবনার কারণে ভারত-পাকিস্তান সীমান্ত এবং নিয়ন্ত্রণ রেখার কাছাকাছি অঞ্চলে ভ্রমণের বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্র দপ্তরের ‘স্থায়ী ভ্রমণ করবেন না’- কথাটি স্মরণ করিয়ে দেওয়া হয় বিবৃতিতে। বলা হয়, দপ্তরের দীর্ঘদিনের ‘ভ্রমণ পুনর্বিবেচনা করুন’ পরামর্শে ভ্রমণকারীদের পাকিস্তান ভ্রমণের বিষয়ে আরও বিস্তৃতভাবে পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হলো।

বিবৃতিতে বলা হয়, যদি মার্কিন নাগরিকরা সক্রিয় সংঘাতপূর্ণ এলাকায় নিজেদের দেখতে পান, তাহলে তাদের নিরাপদে সেখান থেকে চলে যাওয়া উচিত। যদি তারা নিরাপদে বের হতে না পারেন, তাহলে তাদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়া উচিত।

এতে আরও বলা হয়, পাকিস্তানে এবং বাইরে বিমানের সহজলভ্যতা এখনো স্থিতিশীল। কিছু বেসামরিক বিমান রাতভর চলাচল করেছে বলে জানা গেছে। আজ সকালে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ করাচি, লাহোর এবং শিয়ালকোটে বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। মার্কিন নাগরিক ভ্রমণকারীরা তাদের বিমান সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করে অথবা বিমানবন্দর লিঙ্কগুলোতে ফ্লাইটের অবস্থা জানতে পারেন।

You might also like

Comments are closed.