সারাদেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৫৩৮

আইনশৃঙ্খলা রক্ষায় গত ২৪ ঘণ্টায় সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে আরও ১ হাজার ৫৩৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৮ মে) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, আটককৃতদের মধ্যে মামলা ও ওয়ারেন্টভুক্ত ১ হাজার ৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ৪৯০ জনকে বিভিন্ন অপরাধমূলক অভিযোগে আটক করা হয়েছে।

অভিযান চলাকালে একটি বিদেশি পিস্তল, একটি রিভলবার, একটি শাটারগান, একটি ম্যাগাজিন, ছয় রাউন্ড গুলি ও তিনটি কার্তুজ জব্দ করা হয়।

আইনশৃঙ্খলা রক্ষায় দেশব্যাপী অভিযান শুরু হওয়ার পর থেকে ১৬ দিনে মোট ২১ হাজার ৭৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

You might also like

Comments are closed.