১২টি ভারতীয় ড্রোন ধ্বংস করার দাবি পাকিস্তানের

ভারতের ১২টি ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করছে পাকিস্তান। দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ দফতরের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ নিয়মিত সংবাদ সম্মেলনে এই দাবি করেছেন। পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন এ খবর জানিয়েছে।

তিনি দাবি করেন, গতরাতে ভারতীয় ড্রোন আকাশসীমা লঙ্ঘন করে পাকিস্তানে প্রবেশ করেছিল। লাহোর, চাকওয়াল, বাওয়ালপুর, অ্যাটক, রাওলাপিন্ডি, গুজরানওয়াল এবং করাচির আকাশ থেকে এগুলো ধ্বংস করা হয়েছে।

তবে লাহোরে একটি ড্রোন ধ্বংস হওয়ার আগে কিছুটা হামলা চালাতে সক্ষম হয় বলে জানিয়েছেন তিনি। ওই ঘটনায় চার সেনা কর্মকর্তা সামান্য আহত এবং কিছু সরঞ্জাম কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে।

You might also like

Comments are closed.