তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিলো আবহাওয়া অফিস

ভ্যাপসা গরমের মধ্যেই তাপমাত্রা নিয়ে বড় দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৭ মে) সকালে আবহাওয়ার নিয়মিত পূর্বাভাসে বলা হয়েছে, দ্রুতই মাঝারি ধরনের তাপপ্রবাহের সম্মুখীন হতে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চল, যা অব্যাহত থাকতে পারে পাঁচদিন পর্যন্ত।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা (১-৩) ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে আগামী কয়েকদিনে। এ সময়ে রাতের তাপামাত্রাও সামান্য বাড়তে পারে।

পূর্বাভাসে আরও জানানো হয়েছে, এই তাপপ্রবাহ থাকতে পারে পাঁচদিন। মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ হতে পারে। প্রথমে রাজশাহী ও খুলনা অঞ্চলে এ তাপপ্রবাহ হতে পারে। এরপর অন্যান্য অঞ্চলে ছড়াতে পারে।

You might also like

Comments are closed.