ঠাকুরগাঁও সীমান্তে ৪ বাংলাদেশিকে আটক করেছে বিএসএফ

ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তের ভারতের অভ্যন্তরে চার বাংলাদেশি নাগরিককে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (৭ মে) ভোরে রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পতাকা বৈঠকের আহবান জানিয়েছে বিজিবি।

আটকদের মধ্যে দুই বাংলাদেশি নাগরিকের ঠিকানা নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন- জেলার বালিয়াডাঙ্গী উপজেলার মড়লহাট জিয়াবাড়ী গ্রামের মো. আনসারুল ইসলামের ছেলে শামিম হোসেন (৩৫), একই গ্রামের আব্দুর রহমানের ছেলে মেহেদুল ইসলাম (৩০)।

বিজিবি সূত্রে জানা গেছে, রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তের ৩৭৪ নং পিলারসংলগ্ন এলাকায় ভারতের অভ্যন্তরে কাঁটাতারের বেড়ার আশপাশে বাংলাদেশি নাগরিকরা যাওয়-আসা করছিলেন। এ সময় বিএসএ সদস্যরা তাদের আটক করেন। পরবর্তীতে বিএসএফের পক্ষ থেকে বর্ডার গার্ড বিজিবিকে বিষয়টি জানানো হয়।

এ বিষয়ে ঠাকুরগাঁও ব্যাটালিয়ন ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, তারা সবাই আগে থেকেই ভারতে ছিলেন। ভোরে ঠাকুরগাঁওয়ের জগদল সীমান্তে আনাগোনা করছিলেন। এ সময় তাদের আটক করে বিএসএফ। বিষয়টি জানার পর বিএসএফকে পতাকা বৈঠকের আহবান জানানো হয়েছে।

– ঠাকুরগাঁও প্রতিনিধি

You might also like

Comments are closed.