নিউজিল্যান্ডকে উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

সিলেটে আজ ছিল বাংলাদেশ ‘এ’ দলের রেকর্ড গড়ার দিন। নিউজিল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ব্যাটে-বলে দাপটে ৮৭ রানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ ‘এ’ দল। সেই সঙ্গে নিশ্চিত করেছে সিরিজও। এই ম্যাচে ব্যাট হাতে ইতিহাস গড়েছেন অধিনায়ক নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কন-তাদের ২২৫ রানের জুটি গড়েন। যা কীনা বাংলাদেশ ‘এ’ দলের ইতিহাসে সর্বোচ্চ রানের জুটি।

টস হেরে প্রথমে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুটা হয় একটু নড়বড়ে-মাত্র ১২ রানেই ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন (১০ বলে ৮)। তবে এরপর দৃঢ়তা দেখান নাঈম শেখ ও এনামুল হক বিজয়। দ্বিতীয় উইকেটে তাঁরা যোগ করেন ৭৩ রান। বিজয় করেন ৩৪ বলে ৩৯, আর নাঈম ৪১ বলে ৪০।

এরপর ইনিংসের ছন্দ ধরে রাখেন সোহান ও অঙ্কন। তৃতীয় উইকেট পড়ার পর শুরু হয় রানের উৎসব। দু’জনে গড়েন রেকর্ড ২২৫ রানের জুটি। সোহান খেলেন ১০১ বলে ১১২ রানের ঝড়ো ইনিংস, হাঁকান ৭টি চার ও ৭টি ছক্কা। অন্যদিকে অঙ্কন ছিলেন ধীরস্থির ও দায়িত্বশীল, ১০৮ বলে করেন ১০৫ রান। তাঁর ইনিংসে ছিল ৮টি চার ও একটি ছক্কা।

শেষ পর্যন্ত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ৩৪৪ রানের বিশাল স্কোর দাঁড় করায় টাইগাররা-‘এ’ দলের ইতিহাসে অন্যতম সর্বোচ্চ দলীয় সংগ্রহ।

৩৪৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে ভালো সূচনা পায় কিউইরা। ওপেনার ডেল ফিলিপস একাই চেষ্টা চালান জয় এনে দিতে। ৫৪ বলে ৭৯ রান করে ফিরলেও, বাকিদের কেউ দাঁড়াতে পারেননি। কার্টার করেন ৩২, ক্লার্কসন ৩৪ রান। মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বে বোলিং আক্রমণে ধস নামে নিউজিল্যান্ড ব্যাটিংয়ে। মোসাদ্দেক নেন ৩টি উইকেট, আর শরিফুল ইসলাম, তানভির ইসলাম ও শামীম হোসেন পান ২টি করে উইকেট। সবমিলিয়ে কিউইরা অলআউট হয়ে যায় ৪৩.১ ওভারে ২৫৭ রানে।

এই জয়ে এক ম্যাচ আগেই ওয়ানডে সিরিজ জিতে নিল বাংলাদেশ ‘এ’।

You might also like

Comments are closed.