পাকিস্তানে রিশাদ-নাহিদ : নিরাপত্তা নিশ্চিতে তৎপর বিসিবি

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলা বাংলাদেশি ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে উদ্বেগের মাঝে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

জাতীয় দলের দুই ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা বর্তমানে পিএসএলে খেলছেন। বিসিবি জানিয়েছে, তাদের নিরাপত্তা এবং সুস্থতা নিশ্চিত করাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বোর্ডের পক্ষ থেকে রিশাদ হোসেন ও নাহিদ রানার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা হচ্ছে।

বিসিবি সভাপতি ফারুক আহমেদ সরাসরি পিএসএল সিইও সালমান নাসের এবং রিশাদের সঙ্গে যোগাযোগ করেছেন। এছাড়াও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এবং ইসলামাবাদে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গেও বিসিবি ঘনিষ্ঠ সমন্বয়ে কাজ করছে। কোনো জরুরি পরিস্থিতিতে খেলোয়াড়দের ফেরত আনার প্রস্তুতিও রয়েছে বলে জানানো হয়েছে।

You might also like

Comments are closed.