কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু
রাজধানীর কারওয়ান বাজার এলাকায় ট্রেনের ধাক্কায় লোকমান প্রধানিয়া (৬৫) নামের এক পথচারীর মৃত্যু হয়েছে।
বুধবার (৭ মে) দুপুর ১২টার দিকে কারওয়ান বাজারের মাছবাজারের কাছের রেললাইনে এ ঘটনা ঘটে। লোকমান রাজধানীর বাড্ডা এলাকার একটি বেকারির কর্মী ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্র জানায়, ট্রেনের ধাক্কায় লোকমান গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে বেলা পৌনে ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান আবদুল্লাহ নোমান নামের এক ব্যক্তি।
আবদুল্লাহ নোমান বলেন, রেললাইন পার হওয়ার সময় কমলাপুরগামী একটি ট্রেনের ধাক্কায় লোকমান ছিটকে রাস্তায় পড়েন। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেন। পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, লোকমানের লাশ মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানার পুলিশকে জানানো হয়েছে।

Comments are closed.