টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে মিরাজ

জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে ব্যাটে বলের দুর্দান্ত পারফরম্যান্সে আইসিসি টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দুইয়ে উঠে এসেছেন মেহেদি হাসান মিরাজ।

২৭ বছর বয়সী মিরাজ জিম্বাবুয়ের বিপক্ষে ১০৪ রানের একটি দারুণ ইনিংস খেলার পাশাপাশি সিরিজে তৃতীয়বারের মতো পাঁচ উইকেট শিকার করেন। এর মাধ্যমে তিনি দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেনকে পেছনে ফেলে প্রথমবারের মতো আইসিসির টেস্ট অলরাউন্ডার র‍্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছেন। বর্তমানে তার রেটিং পয়েন্ট ৩২৭, যা তার ক্যারিয়ারের সর্বোচ্চ।

বাংলাদেশের বাঁহাতি ওপেনার সাদমান ইসলাম দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে দুর্দান্ত এক সেঞ্চুরি করে ব্যাটিং র‍্যাঙ্কিংয়ে ১৭ ধাপ এগিয়ে ৬০তম স্থানে উঠে এসেছেন। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম পুরো ম্যাচে নয় উইকেট শিকার করে বোলিং র‍্যাঙ্কিংয়ে সাত ধাপ উন্নতি করে ১৬তম স্থানে উঠে এসেছেন। বাংলাদেশি বোলারদের মধ্যে তিনি সবার ওপরে। অফ-স্পিনার নাঈম হাসান ছয় ধাপ এগিয়ে এখন ৫৪তম স্থানে রয়েছেন।

You might also like

Comments are closed.