পাকিস্তানে ভারতের হামলায় রাশিয়ার প্রতিক্রিয়া

ভারত-পাকিস্তান সীমান্তে সাম্প্রতিক সামরিক উত্তেজনা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে রাশিয়া। খবর রয়টার্সের।

বুধবার (৭ মে) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দুই দেশের মধ্যে যে সংঘর্ষ শুরু হয়েছে তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।

বিবৃতিতে বলা হয়, পেহেলগামের কাছে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে যে সামরিক উত্তেজনা তৈরি হয়েছে, তা নিয়ে আমরা গভীরভাবে উদ্বিগ্ন।

একই সঙ্গে রাশিয়া স্পষ্ট করে সন্ত্রাসবাদের সকল রূপের কঠোর নিন্দা জানিয়ে বলেছে, এই বৈশ্বিক সমস্যার বিরুদ্ধে লড়াইয়ে পুরো আন্তর্জাতিক সম্প্রদায়কে একযোগে কাজ করতে হবে।

রাশিয়া দুই পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়ে বলেছে, আমরা আশা করি, নয়াদিল্লি ও ইসলামাবাদের মধ্যে বিরাজমান বিরোধ শান্তিপূর্ণ ও কূটনৈতিক পথে, ১৯৭২ সালের শিমলা চুক্তি এবং ১৯৯৯ সালের লাহোর ঘোষণার আলোকে, দ্বিপাক্ষিকভাবে সমাধান হবে।

You might also like

Comments are closed.