দীর্ঘ ১৭ বছর পর মা-মেয়ের আবেগঘন সাক্ষাৎ

দীর্ঘ ১৭ বছর পর দেশের মাটিতে মা সৈয়দা ইকবাল মান্দ বানু’র সঙ্গে সাক্ষাৎ হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জোবাইদা রহমানের।

মঙ্গলবার (৬ মে) সন্ধ্যা ৬টা ৪৮ মিনিটে রাজধানীর পান্থপথ স্কয়ার হাসপাতালে ভর্তি তার মা সৈয়দা ইকবাল মান্দ বানুকে দেখতে যান তিনি। সেখানে মাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান জুবাইদা রহমান। এসময় আবেগ আপ্লুত হয়ে পড়েন দুইজনই।

২০০৮ সালের ১১ই সেপ্টেম্বরে স্বামী তারেক রহমানের সঙ্গে ঢাকা ছেড়েছিলেন জুবাইদা রহমান। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের উদ্দেশ্যমূলক মামলা ও হয়রানির কারণে তিনি আর দেশে ফিরতে পারেননি।

জোবাইদা রহমানের পৈতৃক বাড়ি ধানমণ্ডির মাহবুব ভবনে মা সৈয়দা ইকবাল মান্দ বানু থাকেন। অসুস্থতার কারণে তিনি সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছেন। জুবাইদা রহমানের বাবা সাবেক নৌ বাহিনী প্রধান প্রয়াত রিয়ার এডমিরাল মাহবুব আলী খান।

You might also like

Comments are closed.