ঢাকার উদ্দেশে খালেদা জিয়া

লন্ডনে উন্নত চিকিৎসা শেষে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বাংলাদেশ সময় রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।

সোমবার (৫ মে) রাত ৯টা ৪০ মিনিটে এ তথ্য নিশ্চিত করেন বিএনপির চেয়ারপারসনের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

এর আগে, লন্ডনের হিথ্রো বিমানবন্দরে খালেদা জিয়াকে হাসিমুখে বিদায় জানানো হয়। তাকে বিদায় জানাতে গিয়েছিলেন ছেলে তারেক রহমান ও বড় নাতনি জাইমা রহমান। এসময় খালেদা জিয়ার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমান এবং সফর সঙ্গীরাও সঙ্গে উপস্থিত ছিলেন।

সোমবার (৫ মে) বেগম খালেদা জিয়ার ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায় সুন্দর এ মুহূর্তটি।

এর আগে, লন্ডনের বাসা থেকে হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে রওনা হন খালেদা জিয়া। সোমবার (০৫ মে) স্থানীয় সময় ২টা ১০ মিনিটে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিজেই গাড়ি ড্রাইভ করে মাকে বিমানবন্দরে নিয়ে যান। পরে তারেক রহমান মাকে বিদায় জানান।

কাতারের আমিরের দেওয়া বিশেষ বিমানে (এয়ার অ্যাম্বুলেন্স) বেগম জিয়া দেশে ফিরছেন। প্রসঙ্গত, কাতারের আমিরের দেওয়া এয়ার অ্যাম্বুলেন্সেই তিনি লন্ডনে গিয়েছিলেন। খালেদা জিয়ার সঙ্গে তার দুই পুত্রবধূ জুবাইদা রহমান ও সৈয়দা শর্মিলা রহমানও দেশে আসছেন।

উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়া বাংলাদেশ থেকে গত ৭ জানুয়ারি রওনা দিয়ে ৮ জানুয়ারি লন্ডন পৌঁছান। লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর ২৫ জানুয়ারি খালেদা জিয়া তার ছেলে তারেক রহমানের বাসায় লন্ডনের ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসাধীন ছিলেন।

You might also like

Comments are closed.