চীনে পর্যটকবাহী নৌকাডুবি

১০ জনের মৃত্যু

চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় গুইঝোউ প্রদেশের একটি নদীতে হঠাৎ তীব্র বাতাসের কারণে পর্যটকবাহী চারটি নৌকা ডুবে গেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জনের মৃত্যু ও ৭০ জন আহত হয়েছেন।

সোমবার (৫ মে) চীনের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বিবিসি এই তথ্য জানায়। রবিবার (৪ মে) ওই চার নৌকা উলটে গেলে মোট ৮৪ জন আরোহী পানিতে পড়ে যান।

ঘটনার পরপরই ৯ জন এবং সোমবার আরও একজনের মরদেহ উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার হওয়া ৭৪ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চীনের আবহাওয়া প্রশাসন জানিয়েছে, রোববার সকালে গুইঝোউসহ চীনের দক্ষিণপশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেয়া হয়েছিল।

ঘটনার পর চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রাদেশিক কর্তৃপক্ষকে ‘সম্ভাব্য সবকিছু’ করার নির্দেশ দেন। এছাড়া দুর্ঘটনা মোকাবিলায় প্রায় ৫০০ উদ্ধারকর্মীকে মোতায়েনের নির্দেশ দিয়েছেন।

গত ফেব্রুয়ারিতে চীনের হুনান প্রদেশে একটি যাত্রীবাহী নৌকা ও জাহাজের মধ্যে সংঘর্ষে ১১ জনের প্রাণহাণির পর রোববার পর্যটকবাহী নৌকাডুবির ঘটনা ঘটলো।

You might also like

Comments are closed.