ট্রফির দেখা পেলেন হ্যারি কেইন

বায়ার্ন মিউনিখে আসার আগে ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেইনের নামে ছিল না কোনো ক্লাব কিংবা আন্তর্জাতিক শিরোপা। বারবার ফাইনালে গিয়ে হতাশায় ভরা মুখে ফিরেছেন। সমালোচকদের তির্যক মন্তব্য যেন সঙ্গী হয়ে উঠেছিল তার। কিন্তু এবার সেই অধ্যায় শেষ। অবশেষে নিজের শিরোপা খরা কাটালেন ইংল্যান্ড অধিনায়ক—বুন্দেসলিগা জয় করলো তার দল বায়ার্ন মিউনিখ, আর কেইন পেলেন কাঙ্ক্ষিত সেই ‘মেজর ট্রফি’।

আক্ষেপের বিষয়, শিরোপা নিশ্চিত করা ম্যাচে ছিলেন না কেইন। পাঁচটি হলুদ কার্ড পাওয়ায় তিনি লিপজিগের বিপক্ষে ম্যাচে ছিলেন নিষিদ্ধ। খেলা দেখতে হয়েছিল গ্যালারি থেকে। “এটাই যেন আমার ক্যারেক্টারের প্রতিচ্ছবি,” মজা করে বলেছিলেন ৩১ বছর বয়সী এই তারকা, “কিন্তু চিন্তা কোরো না, আমি সবার চেয়ে জোরে উদযাপন করব!”

খেলা শেষ হতেই তিনি নেমে এসেছিলেন সাইডলাইনে। তবে বায়ার্নের ট্রফি জয় তখনও নিশ্চিত হয়নি। অবশেষে পরদিন লেভারকুজেন যখন ফ্রাইবুর্গের বিপক্ষে ড্র করে, তখন নিশ্চিত হয় বায়ার্নের শিরোপা—আর শুরু হয় কেইনের শিরোপা উৎসব। ইংল্যান্ড সতীর্থ এরিক ডায়ার ও বায়ার্নের অন্যান্য খেলোয়াড়দের সঙ্গে ‘We are the Champions’ গান গেয়ে উদযাপন করেন কেইন।

বুন্দেসলিগায় এখন পর্যন্ত সর্বোচ্চ ২৪ গোল করেছেন কেইন। সব প্রতিযোগিতা মিলিয়ে তার গোল সংখ্যা ৩৬, যার মধ্যে চ্যাম্পিয়ন্স লিগে রয়েছে ১১টি। শুধু গোল নয়, ১৫টি অ্যাসিস্টও করেছেন। প্রতি ৭২ মিনিটে একবার গোল বা অ্যাসিস্ট করেছেন—এক কথায় দুর্দান্ত।

‘সে যুদ্ধ করে, পরিশ্রম করে, গোল করে,’ বলেছেন বায়ার্নের সম্মানীয় সভাপতি উলি হোয়েনেস। ‘এটি ওর প্রাপ্য।’

ম্যানেজার ভিনসেন্ট কোম্পানির ভাষায়, ‘সে এখনো তরুণ খেলোয়াড়ের মতো দৌড়ায়, লড়াই করে।’

You might also like

Comments are closed.