হাসনাত আব্দুল্লাহর ওপর হামলার ঘটনায় আটক ২

গাজীপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর ওপর হামলার ঘটনায় দুইজনকে আটক করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

রোববার (৪ মে) রাতে তাদের আটক করা হয়।

জিএমপি কমিশনার ডিআইজি ড. মো. নাজমুল করিম খান বিষয়টি নিশ্চিত করেছেন। আটকরা হলেন- মো. নিজাম উদ্দিন ও মাসুম আহমদ (দিপু)।

পুলিশের দাবি, নিজাম উদ্দিন গাজীপুর মহানগরের ১৩ নম্বর ওয়ার্ডের যুবলীগ নেতা। এছাড়া মাসুম কাশিমপুর থানার শেখ রাসেল শিশু কিশোর পরিষদ নামের একটি সংগঠনের সভাপতি।

এর আগে রোববার সন্ধ্যায় গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে হাসনাত আব্দুল্লাহর গাড়িতে হামলার ঘটনা ঘটে। হামলার পর একদল দুর্বৃত্ত তার গাড়ির পেছনে দৌড়াতে থাকে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। তবে ঠিক কী কারণে এবং কারা এই হামলা চালিয়েছে তা এখনো জানা যায়নি।

অন্যদিকে হামলার ঘটনার পর হাসনাত আব্দুল্লাহকে ঢাকায় নেয়া হয়েছে। এরমধ্যেই রাত ১০টার দিকে হামলার প্রতিবাদে রাজধানীর বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে থেকে শত শত নেতাকর্মী বিক্ষোভ মিছিল বের করেন। সেই সঙ্গে ২৪ ঘণ্টার মধ্যে হামলায় জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীরা।

You might also like

Comments are closed.