ইরানে আবারও বিস্ফোরণ
সম্প্রতি একের পর এক দুর্ঘটনায় ইরানের নিরাপত্তা ব্যবস্থাকে ঘিরে যখন নানা প্রশ্ন উঠছে, ঠিক তখনই ফের ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডে কেঁপে উঠেছে দেশের পবিত্র নগরী মাশহাদ।
রোববার (৪ মে) ইরানের মেহের নিউজ এজেন্সি তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদন থেকে জানা যায়, স্থানীয় সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায়, শহরের একটি অঞ্চলে ভয়াবহ আগুন ও কালো ধোঁয়ার কুন্ডলি আকাশে উঠে যাচ্ছে।
মাশহাদ শহরের ফায়ার সার্ভিসের প্রধান জানিয়েছেন, শহরের একটি মোটরসাইকেল কারখানা সংলগ্ন ৪ হাজার বর্গমিটারের একটি টায়ার ও কার্ডবোর্ড গুদামে এই আগুন লাগে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে পুরো গুদামটিকে গ্রাস করে নেয়।
প্রতক্ষ্যদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দ এতটাই তীব্র ছিল যে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
মাশহাদ ফায়ার সার্ভিসের সিইও জানিয়েছেন, আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ কয়েকটি ইউনিট নিরবচ্ছিন্নভাবে কাজ করছে। তবে ততক্ষণে পুরো গুদাম ধ্বংস হয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা না গেলেও, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কারখানায় থাকা দাহ্য পদার্থ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এছাড়া কোনো ইঞ্জিনিয়ারি ত্রুটি বা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেও এই অগ্নিকাণ্ড ঘটতে পারে।
এই ঘটনার ফলে এখনো পর্যন্ত কোনো হতাহত বা প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে গুদামের সম্পূর্ণ অংশ ধ্বংস হওয়ায় ব্যাপক আর্থিক ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

Comments are closed.