সিলেটের মহাসড়ক, আঞ্চলিক সড়ক ও উপজেলা সড়কগুলো মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রায় প্রতিদিনই ঘটছে সড়ক দুর্ঘটনা। এতে মারা যাচ্ছেন অনেকেই। আবার বহু মানুষ আহত/গুরুতর আহত হচ্ছেন। এরা কেউ কেউ পঙ্গুত্ব বরন করছেন আবারও কেউ বেঁচে থাকার জন্য প্রাণপণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গত এপ্রিল মাসে ৩০ দিনে সড়কে ৩০ জনের প্রাণহানি হয়েছে। অর্থাৎ প্রতিদিন গড়ে ১ জনের মৃত্যু হচ্ছে সড়ক দুর্ঘটনায়। রোববার (৪ মে) প্রকাশিত নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটির এক প্রতিবেদনে এমন তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়েছে- মার্চ মাস থেকে এপ্রিল মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে। বিভাগজুড়ে এক মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩০ জন নিহত ও ৪২ জন আহত হয়েছেন।
প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেল চালক ও আরোহী ও ১ জন সিএনজি ও লেগুনাচালক ও আরোহীসহ ৭ জন পথচারী রয়েছেন। এছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ৬টি দুর্ঘটনায় ৩ জন, মুখোমুখি সংঘর্ষে ৫টি দুর্ঘটনায় ৭ জন নিহত, বৈদ্যুতিক খুঁটি ও গাছের সঙ্গে ধাক্কায় ১টি দুর্ঘটনায় ১ জন নিহত হয়েছেন। এ সময় ১১ জন চালক নিহত হয়েছেন।
সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে সিলেট জেলায় ও কম সংঘটিত হয়েছে মৌলভীবাজার জেলায়। এপ্রিল মাসে সিলেট জেলায় ১১টি সড়ক দুর্ঘটনায় ১০ জন নিহত ও ৮ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় ৮টি সড়ক দুর্ঘটনায় ৮ জন নিহত ও ৫ জন আহত হয়েছেন। মৌলভীবাজার জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ৪ জন আহত হয়েছেন ও হবিগঞ্জ জেলায় ৫টি সড়ক দুর্ঘটনায় ৭ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, নিহত ৩০ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ৫ জন নারী ও ২ জন শিশু।

Comments are closed.