ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হুথিদের হামলায় আহত ৬
ইসরায়েলের প্রধান বিমানবন্দর বেন গুরিয়ন লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৬ জন আহত হয়েছেন। এতে বিমান চলাচল সাময়িক বন্ধ আছে বলে জানা গেছে।
টাইম অব ইসরায়েল রোববার (৪ মে) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহী গোষ্ঠী বেশ কয়েকবার ইসরায়েলে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলেও দেশটির প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে এই প্রথমবারের মতো এই ধরনের ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে।
বিমানবন্দরের এক কর্মকর্তা জানান, বেন গুরিয়ন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলায় ছয়জন শারীরিকভাবে আহত হয়েছেন। আহতদের ইসরায়েলের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
বেন গুরিয়ন বিমানবন্দরে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলার পর এক সংক্ষিপ্ত বিবৃতিতে প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ বলেছেন, যারাই আমাদের ক্ষতি করবে, আমরা তাদের সাতগুণ আঘাত করব। বিমানবন্দরের মুখপাত্রের মতে, হুথিদের হামলায় বিমান চলাচল সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। বিমানবন্দরে ট্রেন চলাচলও স্থগিত করা হয়েছে। পুলিশ জনসাধারণকে ওই এলাকায় আসা থেকে বিরত থাকতে অনুরোধ করেছে।
ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্রের বিষয়ে তদন্ত করছে, যা বিমানবন্দরের আশেপাশে পড়েছে। এ ছাড়া বিমানবন্দরে রয়টার্সের একজন প্রতিবেদক সাইরেন শুনতে পান এবং যাত্রীদের নিরাপদ কক্ষের দিকে দৌড়ে যেতে দেখেন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে দেখা গেছে, টার্মিনাল থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।

Comments are closed.