গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: ছেলের পর মারা গেলেন মা

গাজীপুরে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে সৃষ্ট বিস্ফোরণে দগ্ধ হয়ে মারা গেলেন আরও একজন। ঘটনার ছয় দিন পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেলেন পারভিন আক্তার (৩৫)।

রোববার (৪ মে) সকাল ৬টার দিকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মারা যান পারভীন। বিষয়টি নিশ্চিত করেছেন বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. মো. শাওন বিন রহমান। এর আগে তার ছেলে আইয়ানসহ আরও দুইজনের মৃত্যু হয়েছিল। নতুন করে পারভিনের মৃত্যুর মধ্য দিয়ে নিহতের সংখ্যা দাঁড়াল চারজনে।

ডা. মো. শাওন বিন রহমান জানান, পারভিনের শরীরের ৩২ শতাংশ দগ্ধ হয়েছিল। চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে মারা গেছেন তিনি। বর্তমানে তানজিলা (১০) নামে এক শিশু ৯০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি আছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

প্রসঙ্গত, গত রোববার সন্ধ্যা সাতটার দিকে গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকায় একটি বাসায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে দগ্ধ হয় তাসলিমা আক্তার (৩০) তাসলিমার মেয়ে তানজিলা (১০), প্রতিবেশী ভাড়াটিয়া সিমা (৩০), পারভিন (৩৫) ও পারভিনের দেড় বছরের ছেলে আইয়ান।

You might also like

Comments are closed.