সন্ধ্যায় বিএনপির যৌথ সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্ধ্যায় যৌথ সভা ডেকেছে। শনিবার (৩ মে) দুপুরে দলটির পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ ৩ মে ২০২৫ শনিবার বাদ মাগরিব ৬টা ৩০ মিনিট গুলশান চেয়ারপার্সন অফিসে যৌথ সভা অনুষ্ঠিত হবে। দলটির যৌথ এ সভায় সভাপতিত্ব করবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

যৌথ সভায় দলটির অঙ্গ সংগঠন ও সমমনা বাকি দলগুলোর শীর্ষ নেতারা উপস্থিত থাকবেন বলে ধারনা করা হচ্ছে। যেখানে আসন্ন নির্বাচনের রোডম্যাপ, দেশের সার্বিক পরিস্থিতি, রোহিঙ্গাদের করিডর দেওয়ার প্রসঙ্গ প্রাধান্য পেতে পারে বলে জানা গেছে।

You might also like

Comments are closed.