রাজধানীর খিলগাঁওয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা
রাজধানীর খিলগাঁও থানার মেরাদিয়া এলাকায় ইসমাইল (১৪) নামে এক স্কুল শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার (২ মে) দুপুর ২টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের বাবা মো. মিল্টন জানান, ইসমাইল স্থানীয় একটি মাদরাসায় লেখাপড়া করত। দুপুর সাড়ে ১২টার দিকে টিনশেড বাসার ঘরে সিলিং ফ্যানের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে ফাঁস দিয়ে ঝুলে থাকে সে। পরে দেখতে পেয়ে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তকে কি কারণে ইসমাইল আত্মহত্যা করেছে এ বিষয়ে কিছু বলতে পারব না।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।

Comments are closed.