ভারত-পাকিস্তান উত্তেজনায় নতুন মাত্রা

ভারত আন্তর্জাতিক মুদ্রা তহবিলকে পাকিস্তানে বিতরণ করা ঋণ পর্যালোচনা করার অনুরোধ জানিয়েছে। শুক্রবার (২ মে) ভারতীয় সরকারের একটি সূত্র রয়টার্সকে এ তথ্য জানিয়েছে। এর মধ্যে দিয়ে কাশ্মীরে এক প্রাণঘাতী হামলার পর দক্ষিণ এশীয় প্রতিবেশীদের মধ্যে উত্তেজনায় নতুন মাত্রা পেল।

সূত্র বলছে, গত বছর পাকিস্তান আইএমএফ থেকে ৭ বিলিয়ন ডলারের ঋণ পেয়েছে। মার্চ মাসে ১.৩ বিলিয়ন ডলারের নতুন জলবায়ু স্থিতিস্থাপক ঋণ পেয়েছে। এই প্রোগ্রামটি ৩৫০ বিলিয়ন ডলারের অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পাকিস্তান বলেছে, এ ঋণ তাদের অনেক অর্থনৈতিক হুমকি এড়াতে সাহায্য করেছে।

কিন্তু ভারত পাকিস্তানের ঋণ বন্ধে তদবির শুরু করেছে বলে জানা গেছে। ঋণ দেওয়ার বিষয়ে আইএমএফের কাছে উদ্বেগ প্রকাশ করেছে নরেন্দ্র মোদির প্রতিনিধি। ভারত পাকিস্তানকে দেওয়া ঋণ পর্যালোচনার অনুরোধ করেছে। দেশটি চায় না পাকিস্তান এ ধরনের বিদেশি ঋণ পাক। নয়াদিল্লির একটি সরকারি সূত্র বিস্তারিত কিছু না জানিয়ে রয়টার্সকে এসব তথ্য নিশ্চিত করে। আইএমএফ এবং ভারতের অর্থমন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্যের অনুরোধের জবাব দেয়নি।

পাকিস্তানের অর্থমন্ত্রীর উপদেষ্টা বলেছেন, আইএমএফ কর্মসূচি ভালো চলছে। এ নিয়ে উদ্বেগের কারণ নেই। উপদেষ্টা খুররম শেহজাদ রয়টার্সকে বলেন, সর্বশেষ পর্যালোচনাটি ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং আমরা সম্পূর্ণ সঠিক পথে আছি। পাকিস্তান ওয়াশিংটনে আর্থিক প্রতিষ্ঠানগুলোর সাথে বৈঠকে খুবই ফলপ্রসূ সাড়া পেয়েছে।

You might also like

Comments are closed.