টানা ছুটিতে রাঙ্গামাটিতে পর্যটকের ঢল

টানা তিন দিনের ছুটিতে পর্যটকমুখর হয়ে উঠেছে পর্যটন নগরী রাঙামাটি। শহরের যান্ত্রিক কোলাহল ভুলে প্রকৃতির কোলে নিজেদের সঁপে দিতে হ্রদ-পাহাড়ের শহর রাঙ্গামাটিতে ছুটে এসেছেন হাজারো পর্যটক। বুকিং হয়ে গেছে শহরের বেশির ভাগ হোটেল-মোটেল।

শুক্রবার (২ মে) সকালে রাঙামাটির পর্যটন আইকন খ্যাত ঝুলন্ত সেতুতে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন প্রান্ত থেকে বেড়াতে এসেছেন পর্যটকরা। ঝুলন্ত সেতু দেখে আনন্দ প্রকাশ করছেন অনেকে, কেউ কেউ সেলফিবন্দি করছেন নিজেদের। আবার অনেকে প্রকৃতির সৌন্দর্য ফ্রেমবন্দি করছেন। ঝুলন্ত সেতু দর্শনের পাশাপাশি অনেক পর্যটক কাপ্তাই হ্রদের সৌন্দর্য উপভোগে নৌ বিহারে যাচ্ছেন। টুরিস্ট বোট নিয়ে সুবলং ঝর্ণা, বার্গি লেক ভিউ, বৌদ্ধ মন্দিরসহ বিভিন্ন পর্যটন স্পটগুলোতে ভ্রমণে যাচ্ছেন তারা।

কুমিল্লা থেকে এসেছেন পর্যটক সাইমন বিন হাসান। তিনি বলেন, পরিবার নিয়ে রাঙ্গামাটি বেড়াতে এসেছি। বোট নিয়ে কাপ্তাই লেকে ঘুরে বিকেলে ঝুলন্ত সেতু, পলওয়েল পার্ক দেখতে যাব। চট্টগ্রামের রাউজান থেকে বেড়াতে আসা পর্যটক নাহিদুল ইসলাম বলেন, রাঙ্গামাটি বেড়াতে এসে খুবই ভালো লাগছে। হ্রদ পাহাড়ের এই মিশেল আর কোথাও দেখা যায় না। রাঙ্গামাটিতে আসলে প্রকৃতিকে দারুণভাবে উপভোগ করা যায়। আরেক পর্যটক মো. কামাল বলেন, আমরা ঢাকা থেকে বন্ধুরা মিলে বাইক রাইড করে এসেছি। রাঙ্গামাটির পরিবেশ আসলেই অতুলনীয়। দূর থেকে লেক দেখতে খুব ভালো লাগে।

রাঙামাটি পর্যটন নৌ যান ঘাটের ম্যানেজার মো. ফখরুল ইসলাম বলেন, ৩ দিনের ছুটিকে উপলক্ষ্য করে আমরা বেশ ভালো পর্যটকের আশা করেছিলাম। আমাদের আশানুরূপ পর্যটক হয়েছে। গতকালও বেশ ভালো পর্যটক ছিল, আজো পর্যটক আসছে। প্রতিদিন গড়ে আমাদের ৩৫-৪০টি টুরিস্ট বোট পর্যটকদের নিয়ে বিভিন্ন স্পটে ভ্রমণে যাচ্ছে।

রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বলেন, ৩ দিন সরকারি ছুটির কারণে রাঙামাটিতে বেশ ভালো পর্যটক এসেছেন। গতকাল আমাদের হোটেল-মোটেলের প্রায় ৯০ শতাংশ বুকড ছিল। আজ এবং আগামীকালও ৭০ শতাংশের মতো বুকিং আছে। এদিকে প্রতিদিন গড়ে প্রায় ২ হাজার পর্যটক ঝুলন্ত সেতু ভ্রমণ করছেন বলে জানান তিনি।

You might also like

Comments are closed.