আইপিএলে শীর্ষে মুম্বাই ইন্ডিয়ানস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) বৃহস্পতিবারের (১ মে) একমাত্র ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে রাজস্থান রয়্যালসকে ১০০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়েছে মুম্বাই ইন্ডিয়ানস। জয়পুরের সাওয়াই মানসিং স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে মুম্বাইয়ের দেওয়া ২১৭ রানের পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে ১১৭ রানেই গুটিয়ে যায় রাজস্থান। এই জয়ে ৭ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে উঠে গেল হার্দিক পান্ডিয়ার নেতৃত্বাধীন মুম্বাই।

টস হেরে ব্যাটিংয়ে নেমে মুম্বাইয়ের দুই ওপেনার রায়ান রিকেলটন এবং রোহিত শর্মা রীতিমতো তাণ্ডব চালান। পাওয়ারপ্লের ৬ ওভারে ৫৮ রান তোলার পর দুজনই আগ্রাসী ব্যাটিংয়ে অর্ধশতক পূর্ণ করেন। রিকেলটন ৩৮ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলে এবং রোহিত ৩৬ বলে ৫৩ রান করে আউট হলেও রানের চাকা সচল রাখেন সূর্যকুমার যাদব এবং অধিনায়ক হার্দিক পান্ডিয়া। শেষ পর্যন্ত টিকে থেকে দুজনেই ২৩ বলে ঠিক ৪৮ রান করে অপরাজিত থাকেন। তাদের মারমুখী ব্যাটিংয়ে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ২১৭ রানের বিশাল পুঁজি গড়ে মুম্বাই। রাজস্থানের হয়ে মাহিশ থিকশানা এবং রিয়ান পরাগ একটি করে উইকেট নেন।

২১৮ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে রাজস্থান রয়্যালস। প্রথম ওভারেই আগের ম্যাচের সেঞ্চুরিয়ান, ১৪ বছর বয়সী বিস্ময়বালক বৈভব সূর্যবংশী রানের খাতা খোলার আগেই বিদায় নেন।  রাজস্থান অলআউট হয় মাত্র ১১৭ রানে। আইপিএলে এটি হার্দিকের দলের টানা ছয় নম্বর জয়। ১১ ম্যাচে সাতটি জয় নিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে গেল মুম্বাই।

You might also like

Comments are closed.