নানা কর্মসূচিতে সারা দেশে মহান মে দিবস পালিত

 

নানা কর্মসূচিতে সারাদেশে ‘শ্রমিক-মালিক এক হয়ে গড়বো এ দেশ নতুন করে’ এই স্লোগানকে সামনে রেখে এবারের মে দিবস পালিত হয়েছে। দিবসটি ঘিরে নানা কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠিত হয় শোভাযাত্রা ও বিশেষ আলোচনা সভা। বৃহস্পতিবার (১ মে) সকাল থেকে নানা আয়োজনে দিবসটি পালন করেছে প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠন।  প্রতিনিধিদের পাঠানো খবরে বিস্তারিত:

ঢাকা: মহান মে দিবস  উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এক আলোচনা সভার আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ৫ জন শ্রমিকের পরিবারের হাতে শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের আর্থিক সহায়তার চেক তুলে দেন।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন, মন্ত্রণালয়ের সচিব এ এইচ এম সফিকুজ্জামান, শ্রম সংস্কার কমিশনের প্রধান সুলতান উদ্দিন আহমেদ অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) মহাপরিচালক গিলবার্ট এফ হাংবোর একটি ভিডিও বার্তা প্রচার করা হয়।

এছাড়াও দিবসটি উপলক্ষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন বিভিন্ন সংস্থা ও দপ্তর বিভিন্ন কর্মসূচি পালন করেছে। মহান মে দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার শ্রমিক সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। এদিকে মহান মে দিবস উপলক্ষে রাজধানীর পল্টন মোড়ে শ্রমিক সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন। এদিকে দিবসটি উপলক্ষে রাজধানীর বিভিন্ন সড়ক ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড দ্বারা সজ্জিত করা হয়েছে।

কুমিল্লা: কুমিল্লায় মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কুমিল্লা জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর, কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের আয়োজনে নগরের কান্দিরপাড় টাউনহল মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে গিয়ে শেষ হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহান মে দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দরা। এদিকে জেলার বিভিন্ন উপজেলাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে আলোচনা সভাসহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে শ্রমিকসংগঠনগুলো।

ময়মনসিংহ: জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর ও কলকারখানা প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের যৌথ উদ্যোগে মহান মে দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বৃহস্পতিবার সকালে বেলুন ও পায়রা উড়িয়ে শ্রমিক দিবসের বণার্ঢ্য র‌্যালির উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার মোখতার আহমেদ। এসময় অতিরিক্ত রেঞ্জ ডিআইজি আবু বক্কর সিদ্দিক, জেলা প্রশাসক মুফিদুল আলমসহ প্রশাসনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। র‌্যালিতে ব্যানার, ফেস্টুন নিয়ে শ্রমজীবীরা অংশ নেন। এসময় শ্রমিকদের অধিকার আদায়ে নানা রকম স্লোগান দেন তারা। পরে টাউন হলে অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়া নগরীতে শ্রমিকদল, শ্রমিক ফেডারেশন, ট্রেড ইউনিয়নসহ বিভিন্ন শ্রমিক সংগঠন শ্রমিকদের নিয়ে নগরীতে র‌্যালি ও আলোচনা সভা করেছে।

লালমনিরহাট: লালমনিরহাটে দিনব্যাপী নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে। মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা শ্রম কল্যাণ কেন্দ্র ও জেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহর প্রদক্ষিণ করে। র‌্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও জেলার বিভিন্ন শ্রমিক সংগঠন নিজ নিজ ব্যানার নিয়ে র‌্যালিতে যোগ দেয় এবং পরে সবাই জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সমবেত হন। সভায় মালিক ও শ্রমিক প্রতিনিধিসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।

রাজশাহী: সকাল ৯টায় রাজশাহী জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের আয়োজনে বের করা হয় বর্ণাঢ্য শোভাযাত্রা। সেখানে বেলুন উড়িয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রম অধিদপ্তরের কর্মকর্তারা। শোভাযাত্রাটি মহানগরীর বর্ণালীর মোড় হয়ে তেরখাদিয়ায় থাকা শ্রম মন্ত্রণালয়ের প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে শেষ হয়। পরে সেখানে মে দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এদিকে রাজশাহীর পবা উপজেলার নওহাটায়ও আলোচনা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া মহান মে দিবস উপলক্ষে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো রাজশাহীতে নানান কর্মসূচি পালন করেছেন।

– এসবি

 

You might also like

Comments are closed.