প্রবাসীদের ভোটের বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত জানাবে বিএনপি
প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, আমরা শুনেছি এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান ব্যক্ত করেছে। আমরা তাদের বলেছি, আপনারা এখানে যা প্রেজেন্ট করলেন, আমরা শুনলাম। আমরা এটি আলোচনা করে দলের অবস্থান আপনাদের জানাব।
মঙ্গলবার (২৯ এপ্রিল) নির্বাচন ভবনের অডিটোরিয়ামে প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার বিষয়ে অংশীজনদের নিয়ে নির্বাচন কমিশন আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নজরুল ইসলাম খান বলেন, নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রবাসীদের বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার বিষয়ে যে প্রক্রিয়া অনুসরণ করা সম্ভব, সে সম্পর্কে তিনটি ধারণাপত্র তারা উপস্থাপন করেছে।
তিনি বলেন, ২০১৪ সালের নির্বাচনেরও আগে নির্বাচন কমিশন আরপিও সংশোধনের উদ্যোগ নিয়েছিল। তখন আমরা বিএনপির পক্ষ থেকে যে প্রস্তাবগুলো করেছিলাম, সেটার নেতৃত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছিল। সেখানেও কিন্তু আমরা প্রবাসীদের ভোটের অধিকার দাবি করেছিলাম। এরপর বিভিন্ন সময় এর পক্ষে কথা বলেছি। বাংলাদেশি প্রবাসীদের ভোটের অধিকার দাবি করেছিলাম। কাজেই নির্বাচন কমিশনের এই উদ্যোগের প্রতি আমাদের শুধু সমর্থন না, এটা আমাদেরই দাবি। আমাদের দাবি বাস্তবায়ন ইচ্ছে বলে আমরা খুশি।
সংবাদ সম্মেলনে নজরুল ইসলাম বলেন, এখন কী প্রক্রিয়ায় এই ভোটগ্রহণটা সবচেয়ে উত্তম হবে, সবচেয়ে কার্যকর হবে, সবচেয়ে বেশি প্রবাসী নির্বিঘ্নে অংশ নিতে পারবে এবং তাদের ভোটটা যথাযথভাবে যেমন তারা চান, তেমন প্রার্থী পাবে— এটা নিশ্চিত করার জন্য কিছু প্রক্রিয়া, কিছু পদ্ধতির বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

Comments are closed.