জিম্বাবুয়ের কাছে ৩ উইকেটে হারলো বাংলাদেশ

বোলাররা চেষ্টার কমতি রাখেননি। লড়াইয়ের রসদ যদি পর্যাপ্ত না থাকে, তাহলে জেতা মুশকিল। যতটুকু আছে, তা দিয়ে সবটা উজাড় করেই দিয়েছেন বাংলাদেশের বোলাররা। জেতা হয়নি তবুও। জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ হেরেছে চার দিনে। আজ বুধবার (২৩ এপ্রিল) বাংলাদেশকে ৩ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে গেল জিম্বাবুয়ে।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে চতুর্থ ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ২৫৫ রানে। জিম্বাবুয়ের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৭৪ রানের। ৫০.১ ওভারে ৭ উইকেট হারিয়ে সেই রান তুলে ফেলে সফরকারীরা।
সিলেটের এই পিচে চতুর্থ ইনিংসে ১৭৪ রান আহামরি লক্ষ্য নয়। জিম্বাবুয়ে এগিয়েছে দেখেশুনেই। উদ্বোধনী জুটিতে ব্রায়ান বেনেট ও বেন কারান মিলে এনে দেন মজবুত ভিত। ৯৫ রানের জুটি পথচলা সহজ করে বাকিদের। ৪৪ রান করে মেহেদী হাসান মিরাজের শিকার হন কারান।
১০ রান করা নিক ওয়েলচকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসে বাংলাদেশের জন্য ভয়ানক হয়ে ওঠা শিন উইলিয়ামসকে ৯ রানেই বিদায় করেন মিরাজ। ৫৪ রান করা বেনেটকেও আউট করে ম্যাচ কিছুটা জমিয়ে তোলেন মিরাজ।
এরপর আসে হালকা বৃষ্টি। বিরতির পর খেলা শুরু হলে বাংলাদেশের বোলাররা জ্বলে ওঠেন আবারও। জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেইগ আরভিনকে ফেরান তাইজুল। নায়াসো মায়াভো ও ওয়েলিংটন মাসাকাদজাকে বোল্ড করে দর্শকের স্নায়ুচাপ বাড়ান মিরাজ। তবে, শেষ পর্যন্ত বাংলাদেশ পারেনি জয়ের স্বাদ নিতে। ব্যাটারদের ব্যর্থতায় আড়াল হলো বোলারদের লড়াই। যেখানে ম্যাচ জিতে সিরিজে ১-০ তে এগিয়ে গেল জিম্বাবুয়ে।
সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ প্রথম ইনিংস : ১৯১/১০
জিম্বাবুয়ে প্রথম ইনিংস : ২৭৩/১০
বাংলাদেশ দ্বিতীয় ইনিংস : ২৫৫/১০
জিম্বাবুয়ে দ্বিতীয় ইনিংস : ৫০.১ ওভারে ১৭৪/৭ (বেনেট ৫৪, কারান ৪৪, ওয়েলচ ১০, উইলিয়ামস ৯, আরভিন ১০, মাদেভিরে ১৯*, মায়াভো ১, মাসাকাদজা ১২, এনগারাভা ৪*; নাহিদ ৫-০-২৪-০, হাসান ৪-১-১৩-০, মিরাজ ২২.১-৮-৫০-৫, খালেদ ৩-১-৬-০, তাইজুল ১৬-০-৭০-২)।

You might also like

Comments are closed.