এবার যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে চীনের নিষেধাজ্ঞা

যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলতে থাকা বাণিজ্য যুদ্ধকে নতুন মাত্রা দিতে ওয়াশিংটনের বিরুদ্ধে এবার পাল্টা ব্যবস্থা হিসেবে দেশটির বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। নিষেধাজ্ঞার নতুন এই তালিকায় রয়েছে যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন কংগ্রেস সদস্য, সরকারি কর্মকর্তা ও বেসরকারি সাহায্য সংস্থার প্রধান।

সোমবার (২১ এপ্রিল) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞার এই তালিকা প্রকাশ করেছে বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, হংকং সংক্রান্ত ইস্যুতে ‘গর্হিত আচরণের’ কারণে যুক্তরাষ্ট্রের ওই শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

যুক্তরাষ্ট্র গত মাসে চীন ও হংকংয়ের ছয়জন কর্মকর্তার বিরুদ্ধে যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল তার পাল্টা প্রতিক্রিয়া হিসেবে চীন এই ব্যবস্থা নিয়েছে বলে মনে করা হচ্ছে। ওই নিষেধাজ্ঞা আরোপের পর মার্কিন পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছিল চীন।

এ প্রসঙ্গে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গাও জিয়াকুন বলেছেন, হংকং সংক্রান্ত ইস্যুতে যুক্তরাষ্ট্রের যেকোনো ভুল তৎপরতার পরিপূরক পাল্টা ব্যবস্থা নেওয়া হবে।

You might also like

Comments are closed.