সচিবালয়ে যাওয়ার ছবি ভাইরাল, এনসিপি নেতা গাজী তানভীরকে সাময়িক অব্যাহতি

এনসিটিবির পাঠ্যবইয়ে কমিশন বাণিজ্যের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম সদস্য সচিব গাজী সালাউদ্দীন তানভীরকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে।

সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার সচিবালয়ে যাওয়ার ছবি ভাইরাল হওয়ার পর দলের পক্ষ থেকে এ সিদ্ধান্ত এলো। এদিন রাতে এনসিপির যুগ্ম সদস্যসচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘গাজী সালাউদ্দীন তানভীর গত ১১ মার্চ দৈনিক ইনকিলাবে প্রকাশিত প্রতিবেদনে আপনার বিরুদ্ধে জেলা প্রশাসক নিয়োগে অবৈধভাবে হস্তক্ষেপ এবং জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) এর পাঠ্যবই ছাপার কাগজে কমিশন বাণিজ্যের অভিযোগ উঠে এসেছে। এই বিষয়ে কেন্দ্রীয় শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট আগামী ০৭ (সাত) দিনের মধ্যে লিখিতভাবে যথাযথ ব্যাখ্যা প্রদান করতে এবং আপনাকে কেন দল থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানোর জন্য জনাব মো. আহ্বায়ক নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেন নির্দেশ প্রদান করেছেন।’

বিজ্ঞপ্তিতে বলা হয়, একইসঙ্গে সাংগঠনিক শৃঙ্খলা রক্ষার্থে প্রদত্ত পূর্ববর্তী মৌখিক সতর্কতা অমান্যের প্রেক্ষিতে শৃঙ্খলা কমিটির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশের পূর্ব পর্যন্ত আপনাকে দলের সকল দায়িত্ব ও কার্যক্রম থেকে আহ্বায়ক জনাব মো. নাহিদ ইসলাম ও সদস্যসচিব জনাব আখতার হোসেনের নির্দেশক্রমে অব্যাহতি প্রদান করা হলো।

গাজী সালাউদ্দীন তানভীর গত কয়েকমাস থেকে নানা বিতর্কিত কর্মকাণ্ডের জন্য সমালোচিত ছিলেন। শনিবার এনসিপির সাধারণ সভায় তাকে এ নিয়ে অন্যান্য নেতাদের প্রশ্নের মুখে পড়তে হয়।

এরপর সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক রোববার দলের অভ্যন্তরীণ শৃঙ্খলা রক্ষায় ১২ সদস্যের একটি উচ্চ ক্ষমতার শৃঙ্খলা কমিটি গঠন করা হয়। এর মধ্যে সোমবার ফেসবুকে ফের গাজী সালাউদ্দীনকে সচিবালয়ে যাওয়ার ছবি ফেসবুকে ভাইরাল হলে সমালোচনা তৈরি হয়।পরে তাকে সাময়িক অব্যাহতির ঘোষণা এলো।

You might also like

Comments are closed.