খিলক্ষেত-বসুন্ধরা সড়কে একদিনের বেশি যান চলাচল বন্ধ থাকবে

রাজধানীর খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী সড়কে প্রায় ২৯ ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকবে। ঢাকা ম্যাস র‍্যাপিড ট্রানজিটের (এমআরটি লাইন-১) ইউটিলিটি স্থানান্তর কাজের জন্য এ সড়ক বন্ধ রাখা হবে।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক আদেশে এমন তথ্য জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

এতে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা থেকে আগামীকাল শুক্রবার দিনগত রাত ১২টা পর্যন্ত খিলক্ষেত থেকে কুড়িল ও বসুন্ধরা অভিমুখী যানবাহন চলাচল বন্ধ থাকবে।

বিকল্প সড়ক হিসেবে রেডিসন হোটেলের সম্মুখে ইউটার্ন করে কুড়িল ফ্লাইওভার অথবা অন্য বিকল্প সড়ক ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড।

You might also like

Comments are closed.