বাংলাদেশে নতুন আরও একজন করোনা রোগী শনাক্ত

দেশে নতুন করে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। আক্রান্ত ব্যক্তি রাজধানীর একটি বিশেষায়িত হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার দুপুরে গাজীপুরের সিভিল সার্জন ডা. আখতারুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন আখতারুজ্জামান বলেন, গাজীপুরে বিদেশফেরত ৪৮ ব্যক্তির মধ্যে আট ব্যক্তির শরীরে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রা ছিল। পরে সোমবার রাতে এবং মঙ্গলবার দুপুরে দুই দফায় তাদের ঢাকায় পাঠানো হয় পরীক্ষার জন্য। এদের মধ্যে এক ব্যক্তির শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া যায়। বাকিরা কোয়ারেন্টাইনে রয়েছেন।

কোয়ারেন্টাইনে থাকা আট ব্যক্তির বেশিরভাগই সম্প্রতি ইতালি থেকে এসেছেন বলে জানান তিনি।

You might also like

Comments are closed.