লুঙ্গি পরে আলোচনায় বুবলী, জানালেন রহস্য

সামাজিক যোগাযোগমাধ্যমে লুঙ্গি পরা কিছু ছবি শেয়ার করে আলোচনায় এসেছিলেন অভিনেত্রী শবনম বুবলী। সম্প্রতি নির্মাতা এম রাহিমের চলচ্চিত্র ‘জংলি’ প্রমোশনের অংশ হিসেবে তিনি এই ছবিগুলো পোস্ট করেন। তবে লুঙ্গি আর জংলি সিনেমার সম্পর্ক কী—এ নিয়ে নেটিজেনদের কৌতূহলের অবসান ঘটালেন স্বয়ং বুবলী। একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “জংলি সিনেমা হলে দেখলেই মিলবে উত্তর।”

বুবলী জানান, এটি ছিল একটি চিন্তাভাবনা থেকেই উদ্যোগ। “প্রচারণার অংশ হিসেবে কিছু আলাদা করার ইচ্ছা ছিল। লুঙ্গি পরে ছবি তোলার আইডিয়াটা হঠাৎই মাথায় আসে। প্রথমবার লুঙ্গি পরলেও জংলির গল্পের সঙ্গে এর যোগসূত্র আছে। কিন্তু সেটা দর্শকদের আবিষ্কার করতে হবে সিনেমা হলে গিয়ে!”

ঈদে মুক্তি পাওয়া এই সিনেমায় অভিনয়ের সিদ্ধান্ত প্রসঙ্গে বুবলী বলেন, “কনটেন্টই আমার প্রাধান্য পায়। জংলির গল্পটা আমাকে মুগ্ধ করেছিল। এম রাহিম স্যার প্রথমবারের মতো আমাকে নিয়ে কাজ করলেও তাঁর ভিশন স্পষ্ট ছিল। আর ‘টান’ ছবির পর সিয়াম আহমেদের সঙ্গে দ্বিতীয় কাজ, যা আনন্দদায়ক। পুরো দলই প্রতিশ্রুতিশীল।”

জংলির চরিত্রে অভিনয়ের প্রস্তুতি প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “প্রতিটি চরিত্রের জন্য গবেষণা ও পড়াশোনা জরুরি। জংলির ক্ষেত্রেও নিয়মিত প্রস্তুতি নিয়েছি। চরিত্রটিকে নিজের মধ্যে ধারণ করতে সময় দিয়েছি।”

You might also like

Comments are closed.